ফররুখ স্মৃতি পুরস্কার পেলেন মুস্তাফা জামান আব্বাসী ও অধ্যাপক আবু জাফর

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৪ পূর্বাহ্ণ

ফররুখ স্মৃতি পুরস্কার পেলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী এবং অধ্যাপক আবু জাফর। ইসলামী পুনর্জাগরণের কবি ফররুখ আহমদের ১০৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রবর্তিত এ পুরস্কার প্রদান করা হয়। চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সভাপতি আমীরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদ সদস্য কবি ইকবাল করিম রিপনের পরিচালনায় অনাড়ম্বর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও শিক্ষাবিদ আশরাফ আল দীন, শিল্পী মোমিন উদ্দীন খালেদ, কবি সৈয়দ আহমদ শামীম, শিল্পী গিয়াস উদ্দিন কাদের, সংস্কৃতি সংগঠক আবু সাঈদ হান্নান, তরুণ ইতিহাস গবেষক হানিফ মজুমদার, তরুণ কবি আবদুস সামাদ রাজু, অধ্যাপক তনয় মোহাম্মদ ইমাম নাহিল এবং নোমানী ও চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের সচিব ইসমাইল চৌধুরী। বাংলাদেশের সংগীত ও সংস্কৃতির ঐতিহ্য লালন, নিসর্গবাংলা ও প্রাচীন লোকগানের শেকড় সন্ধানসংরক্ষণে নিরন্তর প্রয়াস এবং উপস্থাপনা ও সংগীত পরিবেশনায় অনন্য দক্ষতার স্বীকৃতি হিসাবে শিল্পী মুস্তফা জামান আব্বাসী এবং কবিতা রচনা, সংগীত সাধনা, গীতসৃজন, সংগীতের নবতর মূল্যায়ন, অনুবাদ, প্রবন্ধ রচনায় সমাজের হিতসাধন প্রেক্ষিত বিবেচনায় ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে’ সহ বহু গানের রচয়িতা অধ্যাপক আবু জাফর ফররুখ স্মৃতি পুরস্কারএ ভূষিত হন। পুরস্কার হিসেবে প্রত্যেককে সম্মাননাপত্র, নগদ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা
পরবর্তী নিবন্ধসমকালকে ধারণ করা সমাজমনস্ক লেখক রেজাউল করিম স্বপন