ফতেয়াবাদে ৪১তম সুন্নী সম্মেলন

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ফতেয়াবাদে ৪১তম সুন্নী সম্মেলন গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. মুফতি অধ্যক্ষ মুহাম্মদ কাফিল উদ্দীন সরকার সালেহী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ হাসান রেজা, আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রেজভী, উদ্বোধক ছিলেন মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামী, সভাপতিত্ব করেন মাওলানা ছালেহ আহমদ আনছারী।
মাওলানা মফজল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন আল্লামা ফরমান আলী রেজভী, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম ফতেয়াবাদী, সৈয়দ হাফেজ আহমদ, সৈয়দ মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ ইসমাইল, সৈয়দ মাহমুদ রেজা, মাওলানা আবু জাফর আশরাফী, সৈয়দ মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ আইয়ুব, মাওলানা আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ এরশাদ প্রমুখ। পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি ফতেয়াবাদ ও ইসলামী ছাত্রসেনা ১২ নম্বর চিকনদন্ডী ও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সার্বিক সহযোগিতায় এই সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মেট্রোরেল এবং…
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটান তারা