ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে মর্মাহত বুলবুল

খুব দ্রুত সংস্কারের প্রতিশ্রুতি দিলেন

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৫:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ফতুল্লা স্টেডিয়ামকে ঘিরে অনেক কিছু করার সুযোগ আছে। এখানকার করুণ অবস্থা দেখে তার চোখে জল এসেছে। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়াম পরিদর্শন করেন। আমিনুল বলেন আজকে ফতুল্লা মাঠ দেখে আমার কান্না পেয়েছে। এই মাঠেই শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিল। এশিয়া কাপ হয়েছিল। অথচ এই মাঠের অবস্থা আজ অত্যন্ত করুণ। তিনি আরও বলেন এখানে প্র্যাকটিস সুবিধা খুবই সীমিত। বর্তমানে মাত্র তিনটি উইকেট আছে। কিন্তু তার পরিকল্পনা অন্তত ২০টি উইকেট তৈরি করার। বছরে বারো মাস ক্রিকেট খেলার উপযোগী মাঠ বানানোরও উদ্যোগ নেওয়া হবে। নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাস স্মরণ করে বিসিবি সভাপতি বলেন, নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল জায়গা ছিল। আমি যখন খেলা শিখছিলাম তখন এখানকার লীগের খবর প্রতিদিন পত্রিকায় আসতো। এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় লীগ ও প্রিমিয়ার লীগে খেলেছে। তখন নারায়ণগঞ্জ ছিল প্রিমিয়াম ক্রিকেট সিটি। তিনি মনে করিয়ে দেন অতীতে জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু, সম্রাট হোসেন এমিলির মতো তারকা ফুটবলাররা যেমন নারায়ণগঞ্জে খেলতে আসতেন তেমনি ক্রিকেটেও এখানে সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমরা চাই আগামী একদেড় বছরের মধ্যে নারায়ণগঞ্জের এমন উন্নয়ন হোক যেন এখানকার খেলোয়াড়দের ঢাকায় যেতে না হয়। এখানেই কোচ, প্র্যাকটিস উইকেট, ইনডোর সুবিধা সবকিছু তারা পাবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। যাতে খেলোয়াড়রা সারাবছর খেলার মধ্যে থাকতে পারে। তিনি বলেন আইসিসিতে কাজ করার অভিজ্ঞতা থেকে জানেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন সম্ভব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, কোয়াব নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন বিদ্যুৎ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপড়ে গেলেন ইমরানুর,তারেক সেরা,শিরিনকে হারালেন শারীফা
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ শেষে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ