ফটিকছড়ি গাউসিয়া হোসাইনিয়া মাদরাসার সালানা জলসা

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:১১ পূর্বাহ্ণ

আল্লামা মুফতি আবদুল মালেক শাহের (রহ.) ১৬তম বার্ষিক ওরশ শরীফ এবং গাউসিয়া হোসাইনিয়া আল্লামা আবদুল মালেক শাহ (রহ.) সুন্নিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানার ১৫তম সালানা জলসা ১২ ডিসেম্বর ফটিকছড়ি পশ্চিম সুয়াবিল টেকের দোকান মঞ্জিলে বাগে হোসাইনে অনুষ্ঠিত হয়।

আল্লামা হাফেজ শাহ আলম নঈমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসা ও ওরশ মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী জামেয়া গাউসিয়া মুঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। তিনি বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থায় আজ গুণগত পরিবর্তন এসেছে।

মাদরাসায় এখন দ্বীনি শিক্ষার পাশাপশি সাধারণ শিক্ষাও দেওয়া হচ্ছে। দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদেরকে যোগ্য, দক্ষ, সৎ, দেশপ্রেমিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাহফিলে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী মুহাম্মদ বেলাল উদ্দিন কোম্পানি। মুখ্য আলোচক ছিলেন আল্লামা আবুল কাশেম নূরী। স্বাগত বক্তব্য দেন মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক।

অতিথি ছিলেন মোজাম্মেল হক, আনোয়ার হোসেন মেম্বার, মুহাম্মদ নাছির উদ্দিন, এস এম নঈম উদ্দিন, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ শফিউল আজম। বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ ইব্রাহিম কাশেম আল কাদেরী, অধ্যাপক আল্লামা আহমদুল্লাহ ফোরকান খান আলকাদেরী, আল্লামা ফরিদুল আলম রেজভী, আল্লামা শহিদুল আলম শাহ আল হাদী, আল্লামা তৈয়ব খান আলকাদেরী, শাহজাদা মাওলানা আবু জাফর মুহাম্মদ এনামুল হক, শাহজাদা মাওলানা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, শাহজাদা আবু সাঈদ মুহাম্মদ জোবাইদুল হক। মাহফিল সঞ্চালনায় ছিলেন শাহজাদা মাওলানা আবু নাঈম মুহাম্মদ জিয়াউল হক। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ আবদুল হালিম আল কাদেরী।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধফজিলা বেগম ফ্রি ক্লিনিকের চিকিৎসা ক্যাম্প