গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ উত্তর জেলার সাবেক সদস্য সচিব মো: হাসান তারেক। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব এম এ ইউছুপ, হাটহাজারী গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়েব, সদস্য সচিব রণি চৌধুরী, যুগ্ম আহবায়ক এম এ করিম, সংগঠক কে এম সাজ্জাদ, মো. সোহেল, মুন্সি এম এ দাউদ, গাজী মো. আমানউল্লাহ, আরিফুল ইসলাম, মো: আবু সাঈদ, হাসান জুনায়েদ, সরোয়ার আলম কুতুবী। সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. সোলায়মান সালমান। প্রেস বিজ্ঞপ্তি।