শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৭তম ওরশ উপলক্ষে গাউসিয়া হক মন্্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ৮ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিবসে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির ৬৪টি হেফজখানা ও এতিমখানার ২৭২৮ জন নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।
২০১২ সাল হতে বার্ষিক ওরশসমূহে গাউসিয়া হক মন্্জিল প্রতিষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্ট চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হেফজখানা ও এতিমখানার নিবাসীদের মাঝে নিয়মিতভাবে খাবার বিতরণ কর্মসূচি পালন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।