ফটিকছড়ির ৬৪ হেফজ ও এতিমখানায় খাবার বিতরণ

জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)’র ৩৭তম ওরশ উপলক্ষে গাউসিয়া হক মন্‌্‌জিল প্রতিষ্ঠিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের ৮ দিনব্যাপী কর্মসূচির ষষ্ঠ দিবসে গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ির ৬৪টি হেফজখানা ও এতিমখানার ২৭২৮ জন নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়েছে।

২০১২ সাল হতে বার্ষিক ওরশসমূহে গাউসিয়া হক মন্‌্‌জিল প্রতিষ্ঠিত এস জেড এইচ এম ট্রাস্ট চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হেফজখানা ও এতিমখানার নিবাসীদের মাঝে নিয়মিতভাবে খাবার বিতরণ কর্মসূচি পালন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫ দফা গণদাবির পক্ষে ব্যবসায়ী শিল্পপতিদের সোচ্চার হতে হবে
পরবর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন