ফটিকছড়ির সুয়াবিল তৈয়্যবিয়া মাদ্রাসায় সালানা জলসা

| বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুয়াবিল গাউছিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে সালানা জলসা গত ১২ নভেম্বর রাতে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে জলসার উদ্বোধক ছিলেন মাদ্রাসার সাবেক সভাপতি আনোয়ার পাশা মেম্বার। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মীয় বিষয়ক উপ-কমিটির সদস্য সমাজসেবক সাদাত আনোয়ার সাদী।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারী, বিশেষ বক্তা ছিলেন মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আবু তালেব চৌধুরী, রাজনীতিবিদ নাছির উদ্দিন, দাতা সদস্য সৈয়দ আবু বক্কর সিদ্দিক, সমাজ সেবক আবুল খায়ের সওদাগর, কাজী মোহাম্মদ তৌহিদুল আলম, মাস্টার মোহাম্মদ ওবায়দুল আকবর, কাউন্সিলর ছৈয়দ জয়নাল আবেদীনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানার বাড়িতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে জনসভা জনসমুদ্রে পরিণত হবে