ফটিকছড়ির লেলাং স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা এবং অভিষেক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। লেলাং ইউনিয়নের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। মুখ্য আলোচক ছিলেন সরওয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আজম, আলী সরওয়ার, ইঞ্জিনিয়ার এইচ এম আবু সোয়েব, জাবেদ হোসেন এরশাদ, মহিউদ্দিন, মুহাম্মদ শামীম, নিজাম উদ্দিন, এইচ আর এম শহিদুল হাসান, রুপন কুমার নম, শরীফ উদ্দিন, আহমেদ এরশাদ খোকন, রাসেল উদ্দিন ও শাহ আলম। সঞ্চালনা করেন তৌহিদুল আলম মেম্বার।