ফটিকছড়ি উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সাথে ফটিকছড়ি দুর্নীতি প্রতিরোধ পুনর্গঠিত কমিটির মতবিনিময় সভা গতকাল বুধবার কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–২ এর সহযোগিতায়, দুর্নীতি প্রতিরোধ কমিটি ফটিকছড়ি উপজেলা কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় প্রতিটি অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর আরো উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সহসভাপতি ছৈয়দ শাহাবুদ্দিন আহাম্মদ, সহসভাপতি মোহাম্মদ কামরুল হায়দার, নির্বাহী সদস্য অ্যাড. আহম্মদ কবির, আহম্মদ আলী চৌধুরী, সৈয়দা নাসরিন আক্তার, রুহুল আমিন, মোহাম্মদ বিন হাবিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











