ফটিকছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধ বিষয়ে কর্মসূচি

| বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

৬ বছরের কম বয়সী শিশুর চোখের ক্যান্সারজনিত মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি গত ৩১ অক্টোবর ফটিকছড়ি উপজেলায় মুক্তিযোদ্ধা জহুরুল হক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির রাহমান। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, রোটারী ক্লাব অব চিটাগং খুলশী, রোটারী ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রজেক্টের অর্থায়নে ১০০ জন মাদ্রাসা ও প্রাইমারি শিক্ষকদের জন্য আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মো. হাসানুল কবির। বিশেষ বক্তা ছিলেন ডা. নাঈম হাসান অভি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সাজিদুল হক। মোনাজাত পরিচালনা করেন আনিসুর রহমান চৌধুরী। শিক্ষক মো. নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. বিশ্বজিৎ বিশ্বাস, বোরহান উদ্দিন, মুহতাসিন বিল্লাহ, পায়েল বৈদ্য, অশোক নন্দী, সুজিত দাশ, মিন্টু দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধময়লার স্তূপের আগুনে পুড়ল সড়কে দাঁড়ানো ট্রাক
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় খুনসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার