ফটিকছড়িতে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

 

ফটিকছড়িতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসাবে দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি এমপি। বিশেষ অতিথি ছিলেন, ইন্ডিয়ান সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেনউপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, উপজেলা ভাইসচেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আলমগীর, পৌর মেয়র ইসমাইল হোসেন, তরিকত ফেডারেশনের যুগ্মমহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সহকারী কমিশনার রাজীব রঞ্জন বলেন, বন্ধু প্রতীম রাষ্ট্র হিসাবে ভারত সব সময় বাংলাদেশের সাথে থাকবে। উল্লেখ্য, ভারত বন্ধুত্বের নিদর্শন হিসাবে উপহারস্বরুপ বাংলাদেশকে ১০৯ টি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি প্রোগ্রাম চালু
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম