ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

নিহত কাউসারের নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফটিকছড়ি প্রতিনিধি: | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ১২:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে কামরুল হাসান কাউসার (২১) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ রহস্যজনক হওয়ায় পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আজ, ৬ অক্টোবর (সোমবার), ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নিহত কাউসারের নিজ ঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামরুল হাসান কাউসার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার প্রথম ছেলে।

নিহতের মা হামিদা বেগম জানান, তাঁর ছেলে কিছুদিন ধরে ঘুমের ওষুধ সেবন করতেন। এছাড়া, এলাকার কিছু ব্যক্তির সঙ্গে তাঁর অর্থ লেনদেন ছিল। তিনি আরও জানান, বিভিন্ন বিরোধের জেরে কাউসার গত রবিবার মির্জারহাটে মারধরের শিকার হন। সকালে বিছানায় তাঁর নিথর, এলোমেলো দেহ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত করে আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচসিকে ডিজিটাল পদ্ধতিতে হোল্ডিং ট্যাক্স সংগ্রহের দায়িত্বে ইবিএল