ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নারায়ণহাট ইউপির ৩নং ওয়ার্ডের পূর্ব শৈলকুপা গ্রামে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে বেশ কয়েকটি সিন্ডিকেট ক্ষমতা দেখিয়ে নদী এবং স্থানীয় সড়কপথ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে গত ৯ নভেম্বর দৈনিক আজাদীতে ‘অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে হালদা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।পরবর্তীতে কৌশলে ওই এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় স্থানীয় মো.আব্দুস শুক্কুর কে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রায় ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এ ব্যাপারে তিনি বলেন,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে তবে এ ব্যাপারে থানা পুলিশসহ স্থানীয়দের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি বালু তোলার সাথে সংশ্লিষ্ট যারা জড়িত তাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়ার জন্য আহবান জানান।












