ফটিকছড়িতে অবৈধ ভাবে সরকারি বনের গাছ কেটে নেয়ার সময় বাধা দিতে গেলে দুইজন বনকর্মীর উপর হামলার পর উপজেলার হাসনাবাদ রেঞ্জের করলিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখল উচ্ছেদ করে প্রায় দুই একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। গত সোমবার সকালে বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।
জানা যায়, করলিয়া এলাকার সংরক্ষিত বনে অবৈধভাবে প্রবেশ করে কাঠ ও টিন দিয়ে নির্মিত দুটি ঘর ও দোকান স্থাপন করা হয়েছে। বন বিভাগের এক সাঁড়াশি অভিযানে এসব স্থাপনা সম্পূর্ণরূপে উচ্ছেদ করে আনুমানিক দুই একর বনভূমি পুনরুদ্ধার করা হয়। এর আগে গত ১০ নভেম্বর ভোরে একই এলাকায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। বন বিভাগের হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা মো. সিফাত আল রাব্বানী ও তার সহকর্মীরা অবৈধ গাছ কর্তন ঠেকাতে গেলে একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বনকর্মী মো. সোহেল গুরুতর আহত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র জানায়, বনকর্মীদের ওপর হামলার প্রধান হোতা ও চিহ্নিত বনদস্যু মো. আলমগীর দীর্ঘদিন ধরে বন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত হয়ে পলাতক ছিল। তার সদ্য দখলকৃত ঘর ও বনদস্যুদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত দোকানঘরটি অভিযানে সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন মো. হারুন অর রশীদ, মো. আবরার রহমান। এছাড়া মীরসরাই, করেরহাট, নারায়ণহাট ও হাসনাবাদ রেঞ্জের কর্মকর্তা–কর্মচারীসহ প্রায় ৪০–৫০ জন বনকর্মী অভিযানে অংশগ্রহণ করেন।
বন বিভাগ জানিয়েছে, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।











