ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় পুকুরে ডুবে আল আরাফাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকার ফাতেমা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. মহীন মির্জার ছেলে।
নিহত শিশুর পিতা জানান, সকালে উঠানে খেলার সময় একপর্যায়ে আরাফাত বাড়ির সামনে পুকুরে চলে যায়। তাকে উঠানে না দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।












