ফটিকছড়িতে নিখোঁজের ১১দিন পর সন্তোষ নাথের লাশ পাওয়া গেল খালে

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ১২:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১১দিন পর সন্তোষ নাথ (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খালের লাল পুলের মাথায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় মরদেহটির হা-পা রশি দিয়ে বাঁধা ছিল বলে জানা গেছে।

নিহত সন্তোষ নাথ লেলাং ইউপির ৩নং ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।

মৃতের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি আরও জানান, নিহত সন্তোষ বিভিন্ন জনকে সুদে টাকা ধার দিত। এই টাকা-পয়সা সংক্রান্ত কোনো ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার