চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১১দিন পর সন্তোষ নাথ (৩৫) নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার লেলাং ইউনিয়নের লেলাং খালের লাল পুলের মাথায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এসময় মরদেহটির হা-পা রশি দিয়ে বাঁধা ছিল বলে জানা গেছে।
নিহত সন্তোষ নাথ লেলাং ইউপির ৩নং ওয়ার্ডের শ্রীমন্ত মহাজনের বাড়ির পরিমল নাথের ছেলে।
মৃতের বাবা পরিমল চন্দ্র নাথ জানান, গত ৯ জুলাই সন্তোষ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিনি আরও জানান, নিহত সন্তোষ বিভিন্ন জনকে সুদে টাকা ধার দিত। এই টাকা-পয়সা সংক্রান্ত কোনো ঝামেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।