ফটিকছড়িতে নিখোঁজের পাঁচ দিন পর খালে মিলল তরুণের মরদেহ

প্রেম করে পালিয়ে বিয়ে অপহরণের পর হত্যার অভিযোগ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ৬:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে নিখোঁজের পাঁচ দিন পর রাজু মিয়া (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খনখাইয়া খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু ওই এলাকার আব্দুল হাদী মুন্সির বাড়ির কবির হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজুর সাথে প্রতিবেশী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। তারা সমপ্রতি কোর্ট ম্যারেজ করেছিলেন। এরপর ২১ জানুয়ারি বিকেলে উভয় পরিবারের মতের ভিত্তিতে একটি সামাজিক বৈঠক আয়োজন করা হয়, যাতে বিষয়টি মীমাংসা করা যায়। তবে বৈঠক থেকে সমাধান হয়নি। ওই রাত থেকেই রাজু নিখোঁজ হন।

এরপর ২২ জানুয়ারি রাজুর পিতা ফটিকছড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অভিযোগে রাজুর নিখোঁজ হওয়ার ঘটনায় ওই তরুণীর বোনের স্বামী ফিরোজ আহমেদকে প্রধান আসামি করে ৬ জনকে সুনির্দিষ্টভাবে এবং আরও ৫৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশের মামলার নথি অনুযায়ী, বৈঠকের পরও অভিযোগে উল্লেখিত পক্ষের মধ্যে মতবিরোধ থাকা কারণে ফিরোজ আহমেদ এবং সহযোগী বিবাদীরা রাজুকে তার ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করেন। পাঁচ দিন পর রাজুর মরদেহ খাল থেকে উদ্ধার হয়।

ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য কেন্দ্র হবে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ৮টি আসনে নবীন-প্রবীণের লড়াই