চট্টগ্রাম ফটিকছড়ির পাইন্দং এ জমির গর্তের পানিতে ডুবে ২০ মাস বয়সী আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে দক্ষিণ পাইন্দং-এর হাজ্বী তোফায়েল আহমেদ সুফির বাড়িতে জমি থেকে মাটি কাটার গর্তে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরহাম ঐ বাড়ির মোঃ ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।
স্থানীয় বক্করসহ পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে থাকা সেই গর্তের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অল্প কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে আরহামের দাদি ফরিদা বেগম তাকে গর্ত থেকে ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। উদ্ধারের পর দ্রুত শিশু আরহামকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।