ফটিকছড়িতে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঐ কৃষকের নাম ফকির আহমদ (৩৫) বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পার্বত্য অঞ্চলের দুইদ্দাখোলা খালে এই ঘটনা ঘটে। বাংলানিউজ
নিহত ফকির আহমদ কাঞ্চননগর এলাকার মো. এজাহারের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার বলেন, “ফকির আহমদকে জবাই করে হত্যা করা হয়েছে। এছাড়া পেটেও একাধিক আঘাত রয়েছে। কেউ অভিযোগ দিলে মামলা হিসেবে রের্কড করা হবে।”












