ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার সাথে জড়িত আরও একজনকে আটক করেছে পুলিশ। ২৪ আগস্ট বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফারাজ উদ্দিন (২০) নামের এক যুবককে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ফারাজ উদ্দিন কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাঞ্চননগর সাকর আলী তালুকদার বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে আদালতে গ্রেপ্তার হওয়া দুই আসামির জবানবন্দিতে ফারাজ উদ্দিনের নাম উঠে আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘চলমান অভিযানের অংশ হিসেবে বেড়াজালী বাদামতল এলাকায় একটি বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে দুই আসামির জবানবন্দিতে ফারাজ উদ্দিনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। তদন্তেও কিছু তথ্য মিলেছে।’
উল্লেখ্য, গত ২২ আগস্ট ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্থানীয় কয়েকজন যুবক চোর সন্দেহে রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে ব্রিজের পিলারের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আহত আরও দুই কিশোর এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।