ফটিকছড়িতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা, বালু জব্দ

অবৈধভাবে বালু উত্তোলন

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলার নারায়ণহাট ইউপির ৩ নং ওয়ার্ডের পূর্ব শৈলকুপা গ্রামে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে বেশ কয়েকটি সিন্ডিকেট ক্ষমতা দেখিয়ে নদী এবং স্থানীয় সড়কপথ ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে গত ৯ নভেম্বর দৈনিক আজাদীতে ‘অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে হালদা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

পরবর্তীতে কৌশলে ওই এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় স্থানীয় মো. আব্দুস শুক্কুর নামে এক ব্যক্তিকে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও প্রায় ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান আছে, তবে এ ব্যাপারে থানা পুলিশসহ স্থানীয়দের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় গেলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিয়ে বাড়িতে অতিথিদের জিম্মি করে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট