ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে চার ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক মো. জিয়া উদ্দিন জানান, দুপুর ৩টার দিকে চুলার আগুন থেকে সৃষ্ট আগুনে স্থানীয় কারিগর বাড়ির মো. শাহজাহান, মো. আজম, মো. আব্বাস, মো. ইসমাইলের বসত ঘর পুড়ে যায়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এদিকে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহ নেওয়াজ চৌধুরী ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও নগদ ৮ হাজার টাকা, আহমদ ছাপা ৫ হাজার টাকা, ইউপি সদস্য মুজিব ইফতার সামগ্রী প্রদান করেন।