ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। গত ৬ জানুয়ারি নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আমীর আলী শাহ বাড়িতে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও ১১ হাজার টাকা অনুদান দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, পৌর মেয়র এস এম সিরাজদ্দৌলাহ, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাবুল, মুহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।