ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভা

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা গতকাল রোববার ফটিকছড়ি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনা ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা সুক্তার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রভাষক এন এম রহমত উল্লাহ, প্রতিষ্ঠাকালীন সদস্য এড. এ কে করিম, সারদুল কুতুব চৌধুরী ও মোস্তফা রাসেল, প্রতিষ্ঠাকালীন সহপ্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহসভাপতি শাকিল মাহমুদ, সাবেক সভাপতি বেলাল উদ্দিন ও কায়ছার মাহমুদ বিজয়, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, সাবেক সদস্য আব্দুল আজিজ মামুন, সাবেক সভাপতি রবিউল হোসেন, সাবেক সহসভাপতি রায়হান আবদুল্লাহ ও ওমর ফারুক, সাবেক সভাপতি দাউদুল করিম সিকদার, সাবেক সহসভাপতি আব্দুল বারেক সুজন প্রমুখ। সমাপনী বক্তব্য দেন সভাপতি রায়হান মোনতাসির। বক্তারা সম্প্রীতির বন্ধনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই জনের জেল ও জরিমানা
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের বিক্ষোভ সমাবেশ