ফটিকছড়ি আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসায় ছবক প্রদান

| মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি আহমদ ছাফা (রহ.) ইবতেদায়ী মাদ্রাসার ছবক প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা গত ১৬ জানুয়ারি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ অছিয়র রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। প্রধান বক্তা ছিলেন সৈয়দ মুহাম্মদ শহীদুল আলম। মাদ্রাসা সুপার জামাল উদ্দিন ও সহসুপার মাও. মো. মোখতার হোসেনের যৌথ সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আবদুল বাতেন, যুবদল নেতা মো. আমিন তালুকদার, মোহাম্মদ আবদুল কাদের, মো. নুরুল আলম, সৈয়দ আবুল ফয়েজ, মো. ইলিয়াছ সওদাগর, মো. মোর্শেদ, মো. লোকমান সওদাগর, জাবেদুল আলম, মো. রহিম বাদশা, মতিউর রহমান রেজভী, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ছাদেকুর রহমান, মুহাম্মদ হোসাইন, শিক্ষক সাহাব উদ্দিন, হাফেজ মো. ফোরকান, শহীদুল আলম, হাফেজ মো. ইব্রাহীম, আরফাতুল গণী প্রমূখ। প্রধান অতিথি বলেন, ফটিকছড়ি খিরাম মগকাটায় এরকম দ্বীনী প্রতিষ্ঠান এলাকার জন্য মঙ্গলজনক। এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে উচ্চ শিক্ষা অর্জন করতে সক্ষম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় ডাকাত সর্দার সালাহউদ্দিন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধশিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয় শিক্ষার্থীর সফলতার চাবিকাঠি