ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলে পৌষ মেলার উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৭:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উদ্যোগে ৪ দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা (যুগ্ম-সচিব) বলেন, ২০১০ সালে বাল্যবিবাহ বিরোধী আন্দোলন সূচনা হয়েছে আমার হাত দিয়ে। সে সময়ে আমি সেনবাগের ইউএনও ছিলাম। তখন শুরু করেছি, এটার সুফল এখন আমরা পাচ্ছি। ১৮বছরের নিচে যে বয়সে নিজেরাই শিশু, এ শিশুদের কাঁধের উপর ২/১টা শিশু চাপিয়ে দিতে পারিনা। সচেতন মা হিসেবে গড়ে তুলতে হলে বাল্য বিবাহের মত এসব অপতৎপরতা থেকে দূরে থাকতে হবে।

আহমদে শামসুল আনোয়ার ফাউন্ডেশন প্রত্যন্ত এলাকায় এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করেন, তারা জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন।

আজ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের তালে তালে পতাকা উত্তোলন, বেলুন উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে পৌষ মেলার উদ্বোধন করা হয়।

আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম কামাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা (যুগ্ম-সচিব)। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগমের স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান, মেলা পরিচালনা কমিটির আহবায়ক ও বিদ্যালয় সভাপতি মো. সুজাউদ্দীন জাফর, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, শমশের শরীফ, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন, মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিনিধি পরিচয়ে কোম্পানির ক্যাবল চুরি, চক্রের ২ সদস্য ডিবির জালে
পরবর্তী নিবন্ধখেলনার পিস্তলসহ চট্টগ্রামে ১৭ জন গ্রেফতার