ফটিকছড়ির ইউএনওর সাথে গাউসিয়া হক কমিটির মতবিনিময়

বন্যার্তদের পুনর্বাসনে সমন্বয়ের উদ্যোগ

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে বন্যা পরবর্তী পুনর্বাসন উদ্যোগ গ্রহণের পূর্বে সমন্বয় করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা করেছে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদ থেকে নিয়ন্ত্রিত মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি দুর্যোগ মোকাবিলা ও পুনার্বাসন সেল।

মঙ্গলবার উপজেলা জহুরুল হক হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় ইউএনও বলেন, ফটিকছড়িতে স্মরণকালের ভয়াবহ বন্যায় হাজার হাজার পরিবার নিজের শেষ আশ্রয়টুকু হারিয়েছে। তাদের পাশে যে যার মত সবাই এগিয়ে এসেছে। তবে ভয়াবহ বন্যায় গাউসিয়া হক কমিটির সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের উদ্ধার, ত্রাণ বিতরণে অনেকে উৎসাহিত হয়েছে। দুর্যাগকালীন কঠিন মুহুর্তে তাদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি আশা করবো ভবিষ্যতে তারা দেশের যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতি এভাবে মানুষের পাশে দাঁড়াবে। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল, সেল্মি উল্লাহ সজীব, মোহাম্মদ আলিমুল, মোহাম্মদ সাকিল, সাজ্জাদ হোসাইন আরমান, মোহাম্মদ লাভলু, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ মুনসুর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ সোহান, মুমিন, আরিফ, সাইফুল, এমদাদ, অলিউল্লাহ, মোহাম্মদ আরফাত, কাইয়ুম, সজীব, আকিব, মোহাম্মদ এমদাদ, তৌসিফ রুবেল, ইসমত, হুমায়ন, আলাউদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধএবার ১০ দফা দাবি চসিক শ্রমিক সংস্থার