ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে সাংবাদিক পরিচয়ে প্রতারণার দায়ে মোহাম্মদ ওসমান গনিকে আটক করেছে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
আজ শনিবার রাত ৯টার দিকে উপজেলার নারায়ণহাট বাজার থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। আটক ওসমান গনি উপজেলা নারায়নহাট ইউপির হাপানিয়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক মোহাম্মদ ওসমান গনিকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং আসামি ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভুজপুর থানার ওসি কামরুজ্জামানের নিকট হস্তান্তর করা হয়েছে।