ফটিকছড়িতে ১৮০ জন দুস্থ নারীর মাঝে চেক ও সনদ বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি  | শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৪:১৯ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি(আরইআরএমপি) শীর্ষক প্রকল্পে ১৮টি ইউনিয়নের অস্থায়ীভাবে কর্মরত ১৮০ জন দুস্থ নারীর মাঝে তাদের সঞ্চিত অর্থের চেক ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী কর্মীদের হাতে চেক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়নারী কর্মীরা ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে কর্মে নিয়োজিত ছিল। তারা প্রতিজন তাদের সঞ্চিত অর্থের প্রায় ১লাখ ১৮ হাজার থেকে শুরু করে ১লাখ ২০হাজার টাকা পর্যন্ত পান।

পূর্ববর্তী নিবন্ধমহামায়া লেকের কচুরিপানা পরিষ্কার করল বিডি ক্লিন
পরবর্তী নিবন্ধহালিশহর থানা পূজা পরিষদের সাধারণ সভা