ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি–৩ (আরইআরএমপি–৩) শীর্ষক প্রকল্পে ১৮টি ইউনিয়নের অস্থায়ীভাবে কর্মরত ১৮০ জন দুস্থ নারীর মাঝে তাদের সঞ্চিত অর্থের চেক ও সনদ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (বুধবার) সকাল ১০ টায় উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে নারী কর্মীদের হাতে চেক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
জানা যায়– নারী কর্মীরা ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে কর্মে নিয়োজিত ছিল। তারা প্রতিজন তাদের সঞ্চিত অর্থের প্রায় ১লাখ ১৮ হাজার থেকে শুরু করে ১লাখ ২০হাজার টাকা পর্যন্ত পান।