ফটিকছড়িতে সুন্নি জনতার বিক্ষোভ মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:২৭ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীর শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও মসজিদ এবং বিভিন্ন উপাসনালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফটিকছড়ির আপামর সুন্নি জনতা। গতকাল শনিবার বিকেল ৫টায় ফটিকছড়ি পৌরসভা বিবিরহাট ডাকবাংলো রোড থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি বিবিরহাট কলেজ রোড হয়ে বাসস্ট্যান্ড এসে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়। এরপর আবার খাগড়াছড়ি সড়ক এবং দরগাহ রোড হয়ে ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে ফটিকছড়ির সুন্নিপন্থি বিভিন্ন দরবার আর তরিকতের আপামর সুন্নি জনতা কর্মীসমর্থকরা অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা নারায়ে তকবির, আল্লাহু আকবর, নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ্‌ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর (রহ.) সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শুনা যায়। এর আগে এ সুন্নি আক্বিদা সমর্থকরা বিকাল ৪টায় ডাকবাংলো রোড এসে সমবেত হন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বক্তারা বলেন, যে সমস্ত সাহসী মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশর স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে চিরবিদায় নিয়েছে, সে সকল শিক্ষার্থীদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বাংলাদেশ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্বাদ পাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির মানববন্ধন
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা