ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুরস্থ শ্রীশ্রী কাঞ্চননাথ শিব মন্দিরে শিব চতুর্দশীব্রত উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল– শিবরাত্রি পূজা, শিবস্নান, গীতাপাঠ, ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও মেলা, মহাপ্রসাদ আস্বাদন।
মন্দির পরিচালনা পরিষদের সভাপতি নির্মল কান্তি দেবের সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। আশীর্বাদক ছিলেন মহানাম বন্ধুমঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। ধর্মীয় বক্তা ছিলেন পুলিশ পরিদর্শক প্রভাষ ধর।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শুভাশীষ চৌধুরী, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, বাসু চৌধুরী, ডা. সুব্রত চৌধুরী। উদ্বোধক ছিলেন সুমন কুমার বণিক। আরো উপস্থিত ছিলেন বাদল কান্তি সেন, প্রকৌশলী নিতাইপদ চৌধুরী, হরিরঞ্জন বণিক, মানস চক্রবর্তী, রুপক দে, আদিত্য সৈকত। স্বাগত বক্তব্য রাখেন রিপন কান্তি শীল। অনুষ্ঠানে মন্দির পরিচালনায় সংস্কার ও উন্নয়নে বিশেষ অবদানে বিশিষ্টজনদের সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।