ফটিকছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ি নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার পর তার স্বামী এস এম পারভেজ আলমও একই বুথে ভোট প্রদান করেন। এসময় তিনি সকলের কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন।

নাজিরহাট জামেয়া মিল্লিয়া কামিল মাদ্রাসায় ভোট দিতে আসেন ৯০ বছর বয়সী রেজিয়া বেগম। এ সময় তাকে খুব উৎফুল্ল দেখা যায়। সকাল ১১ টার দিকে উক্ত কেন্দ্রে পরিদর্শনে আসা একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহান বলেন, এ পর্যন্ত সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। তবে নানুপুরের কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্র, ফটিকছড়ি সরকারি কলেজ কেন্দ্র, উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক কেন্দ্র, রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নানুপুরের আবু সোবাহান উচ্চ বিদ্যালয়, নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে গিয়ে ভোটারদের উপস্থিতি তেমন দেখা না গেলেও কেন্দ্রের বাইরে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি ছিল নানুপুর এলাকায় ভোট (কেন্দ্র নং- ১১০) গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায়। এ কেন্দ্র মোট ভোটার সংখ্যা (পুরুষ) ৪হাজার ২শত ১৫ জন। সকাল সাড়ে ১১ টায় ১হাজার ১শত জন ভোটার ভোটাধিকার প্রয়োজনে জানিয়েছেন বলে জানান ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল মনসুর তালুকদার।

ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ ভোট (কেন্দ্র -৭১) প্রিজাইডিং অফিসার প্রণবেশ মহাজন। তিনি মোট ভোটার (পুরুষ)  ৩হাজার ৭শত ১৭ জন। সকাল সাড়ে ৯টায় ভোট প্রদান করেন ২শত ৩৬ জন।

মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ভোট দিতে আসেন ৮২ বছর বয়সী আব্দুস সালাম। তিনি বলেন- আমি ভোট দিব, আমার পরিবারের সবাই ভোট দিবে।

লতিফুর উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আমির খসরু জানান- ৩৫৭৯ জন ভোটার রয়েছে। বেলা ১২টা পর্যন্ত ১হাজার ২৬ ভোট সংগ্রহ হয়েছে। ৬ জন প্রার্থী এজেন্ট দিয়েছেন।

এছাড়াও নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা নিজ নিজ ভোট কেন্দ্রে নিজেদের ভোট প্রদান করেন।ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ঈগলের এজেন্টকে অপহরণের অভিযোগ
পরবর্তী নিবন্ধবিএনপি-জামায়াতের ভোট উৎসব ম্লান করার অপচেষ্ঠা, উচ্ছ্বাসে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী