ফটিকছড়িতে শহীদ জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফটিকছড়ির নাজিরহাট পৌর সদরের নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। টুর্নামেন্টের আহবায়ক নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও হাসানুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দীন শাহীন, একে এম মহি উদ্দিন আজম তালুকদার, এস এম শফিউল আলম, মনসুর আলম চৌধুরী, খালেদ বাবুল, জয়নাল আবেদীন, সিরাজদৌলা চৌধুরী দুলাল, মিঞা মোশারফ আনোয়ার চৌধুরী মশু, মো. সাইফুদ্দিন, আহমদ রশিদ, শহিদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, আমান উল্লাহ, মো. রাসেল, মো. এরশাদ, ওমর ফারুক টিটু, প্রিঞ্চ ফারুক, আরমান উদ্দিন কালু, আরফাত তোষার, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন, এম এ মাহফুজ, মো. একরাম, মো. আকতার, মো. সোলেমান প্রমুখ। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ দলকে হারিয়ে জয়লাভ করে আজিমপুর স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধভোট ডাকাতি করে যারা কাউন্সিলর হয়েছিলেন তারা লেজ গুটিয়ে পালিয়েছেন : মেয়র
পরবর্তী নিবন্ধসজল স্মৃতি আন্তঃ ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন