চট্টগ্রামের ফটিকছড়ির আজিমনগর থেকে মাইজভান্ডারি এক ভক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার নাজিরহাট-মাইজভান্ডার সড়কের পাশে আজিমনগর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে- নিহত ব্যক্তি মাইজভান্ডার যাচ্ছিল। এমন সময় মাথা ঘুরে পড়ে মারা যান ওই ব্যক্তি। পরে প্রত্যক্ষদর্শীরা মাইজভান্ডারে যাওয়া আসার পথে রাস্তার ধারে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে- নিহত ব্যক্তি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার (তদন্ত) ওসি আবু জাফর বলেন- নিহত ব্যক্তি মাইজভান্ডারে যাচ্ছিল, যাওয়ার পথে স্ট্রোক করে মারা যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।