হালদার বাঁধ ভেঙ্গে ভেসে যায় ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়ন পরিষদের আশে পাশের গ্রাম। বাড়ি ঘর ভেসেছে অবলীলায়। বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে অমানবিক পরিস্থিতির শিকার হয়েছে সাধারণ মানুষ। বিভিন্ন উপজেলায় বন্যার্তদের সাহায্যার্থে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) চলমান কার্যক্রমের অংশ হিসেবে গত ২৯ আগস্ট ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদ আবদুল করিম উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত ক্যাম্পে আইবিএইচ কেইপিজেড চট্টগ্রামের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌমেন পালিতের নেতৃত্বে ডা. অনিক দাশ, ডা. জয় দাশ,ডা. শাকিলা পারভীন প্রায় তিন শতাধিক বন্যার্তদের বিনামূল্যে সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেন। জেএসইএসের পরিচালক সাঈদুল আরেফীনের তত্বাবধানে সহকারী পরিচালক আরিফুল ইসলাম ও প্রোগ্রাম ম্যানেজার ( শিক্ষা) মুনজিলুর রহমানসহ চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন জোবেদা খাতুন , মঈনুল আারেফীন, ওয়াহিদুল আলম, সুজন তালুকদার, নাসরিন আক্তার, শান্তা মল্লিক, রুম্পা দাশগুপ্ত। ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সুয়াবিল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী এতে সার্বিক সহায়তা প্রদান করেন। জেএসইউএসের সদস্যরা বন্যা দুর্গত জনমানুষের সাহায্যার্থে কুমিল্লা ফেনী ও মীরসরাইসহ নানা স্থানে পরিস্থিতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়ক কার্যক্রম চলমান রেখেছে। প্রেস বিজ্ঞপ্তি।