ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির বৃহত্তর সুয়াবিল ও নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।

একইসাথে নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য এস এম শফিউল আলমের কারামুক্ত উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। গাজী আমানুল্লাহর সভাপতিত্বে ও মো. আমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্মআহবায়ক সরওয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, এস এম শফিউল আলম, নাজিম উদ্দিন শাহীন, নূর ইসলাম মেম্বার, মাহাবুর সওদাগর, মনছুর আলম চৌধুরী, মোহেব্বুল্লাহ বাহার চৌধুরী, জয়নাল আবেদীন, জয়নাল মেম্বার, আলম, মিয়া মোশরাফুল আনোয়ার, নুরুল হুদা, দৌলত মিয়া, এমদাদ, সাহাবুদ্দিন, প্রিন্স ওমর ফারুক, মোজাহারুল ইকবাল লাভলু, তারিকুল ইসলাম, জাবেদ, মহিন উদ্দীন, এম এ মাহফুজ, রক্সি ঘোষ, মো. কুদ্দুস, সাইফুল ইসলাম, এমদাদ, জেখি, বাবলু, মিনহাজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইপিজেডে দোয়া মাহফিল