ফটিকছড়িতে রাস্তা সংস্কারের সময় সামান্য মাটি পাশের জমিতে পড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার উপজেলার ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. জানে আলম (৫৪) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার মৃত নাদেরুজ্জামানের ছেলে।
ভূজপুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জানে আলমের বাড়ির চলাচলের রাস্তাটি সংস্কার করা হচ্ছিল। এ সময় কিছু মাটি পাশের জমিতে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোলতান আহমদ (৫৬) ও তার ছেলে মো. সোয়েব (১৯) জানে আলমের ওপর চড়াও হন। তারা মাটি পড়ার কারণ জানতে চান। জানে আলম মাটি সরিয়ে নেওয়ার কথা বললেও, অভিযুক্তরা কুপিয়ে জখম ও লাঠিসোঁটা দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় আহতের বড় ভাই মনির আহমদ বাদী হয়ে সোলতান আহমদকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে সোয়েব নামে একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ভূজপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।