ফটিকছড়িতে বিএনপির ইফতার মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেছেন, আমরা একই কাতারে সামিল হয়েছি, জনগণের অধিকার আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত এ সরকারের পতন ঘটাতে পারছি ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এ সরকারের নির্যাতনের কারণে আজ আমরা গণতন্ত্রকে হারিয়েছি। আমরা সবাই এ দেশের সন্তান, কিন্তু এক বৃহৎ কারাগারে বন্দি হয়ে আছি। গতকাল রোববার ফটিকছড়ি উপজেলা বিএনপি এবং নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন আজিম উল্লাহ বাহার।

তিনি বলেন, আজকে মানুষের কাছে ঋণের বোঝা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ না খেয়ে আছে, মানুষ কষ্টে আছে। একদিকে মানুষের স্বাধীনতা নাই, অন্যদিক গণতান্ত্রিক স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই। কোন স্বাধীনতাই নাই। তার মানে হচ্ছে আমরা একটা কারাগারের মধ্যে বন্দি রয়েছি। উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম তালুকদার, সালামত উল্লাহ চৌধুরী, সরোয়ার হোসেন, ইলিয়াজ, শওকত উল্লাহ চৌধুরী, শাহ নেওয়াজ সেবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম, শাহ আলম, মো. আশরাফ, ওসমান চৌধুরী, মো. নুরুউদ্দীন, হান্নান চৌধুরী, এয়াকুব শহীদ, রায়হানুল আনোয়ার রাহী, জাহেদ, আজিজুল হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআহমদ হোসেন খানের শিক্ষা সাধনা ও হুলাইন ছালেহ নূর কলেজ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আগুনে নিঃস্ব এক পরিবার