ফটিকছড়িতে বাঁশের সেতু দিয়ে হালদা নদী পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে নিচে পড়ে মো. মঞ্জু নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পৌরসভা ও সুয়াবিলের মাঝামাঝি সীদ্ধাশ্রম ঘাট এলাকা সংলগ্ন হালদা নদীর উপর বাঁশের সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মঞ্জু উপজেলার সুয়াবিল পাঁচ পুকুরিয়া চন্দ্রঘোনা এলাকার আব্দুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, নিখোঁজ মঞ্জু এবং তাজ উদ্দীন মোটরসাইকেল নিয়ে বাঁশের বেড়া দিয়ে হালদা নদী পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে দুজনে নদীতে পড়ে যায়। এমন সময় তাজ উদ্দীন পানি থেকে উঠতে পারলেও মঞ্জু নিখোঁজ হয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় সোহেল উদ্দিন বলেন, নদীতে পড়ে সন্ধ্যা থেকে মঞ্জু নিখোঁজ। মাত্র মাস খানেক আগে তার বিয়ে হয়েছে। এই এলাকায় এর আগেও এভাবে নদীতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবার আরো সচেতন হতে হবে।
ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফটিকছড়িতে কোন ডুবুরি টিম নেই। তবে জেলায় এ বিষয়ে জানানো হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে পাঠানো হলেও তারা রাতে পানিতে নামতে নারাজ। সকালে আলোতে পানিতে নামতে পারে। আমরা ডুবুরি টিম আনার চেষ্টা করছি।