ফটিকছড়িতে বজ্রপাতে দগ্ধ যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

বজ্রপাতে গুরুতর আহত হয়ে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন মুহাম্মদ শামসুল আলম (৩৫)

গতকাল শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবক মারা গেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন। নিহত শামসুল আলম ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউপির সৈয়দ বাড়ীর সৈয়দ মাষ্টার শফীর ছেলে।

জানা যায়গত ৬ মে কালবৈশাখীর সাথে হওয়া বজ্রপাতে ভূজপুর থানার পাশে তিনি গুরুতর আহত হন। ওখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেনগত ৬ মে বজ্রপাতে আহত হয়ে তার শরীরের একাধিক অংশ পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন চমেকে চিকিৎসাধীন ছিল। শনিবার সে মারা গেছে। তার লাশ প্রক্রিয়া শেষ করে গ্রামের বাড়িতে নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধএভারেস্টের চূড়ায় চট্টগ্রামের বাবর আলী
পরবর্তী নিবন্ধসৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু