ফটিকছড়িতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ ডিসেম্বর, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌরসভায় সমনা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধার লাশ পুকুরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে লাশটি ভেসে উঠে বলে জানা গেছে। নিহত ওই বৃদ্ধা সমনা খাতুন উপজেলার সুন্দরপুর ইউপির মৃত ইউনুস মেম্বারের বাড়ির বাসিন্দা।

জানা যায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে নিখোঁজ হন ওই বৃদ্ধা। এরপর গতকাল শনিবার দুপুরে তার লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য ইউনুস মেম্বার বলেন, মহিলাটির একটা মেয়ে আছে শুধু। মেয়েটি সীতাকুণ্ড শ্বশুর বাড়িতে থাকে। বৃদ্ধার ঘর বাড়ি নেই। সে অন্যের বাড়িতে থাকতো। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখুলশী ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের অভিষেক