ফটিকছড়িতে পাহাড় কেটে মাটির ব্যবসা

পরিবেশ আদালতে ৪ মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সংরক্ষিত বনের টিলা ও পাহাড় কেটে চলছে মাটি ব্যবসা। পরিবেশ ও ভূমি আইন উপেক্ষা করে স্কেভেটর দিয়ে রাতদিন সমানে কাটা হচ্ছে পাহাড়টিলা। গত বুধবার চট্টগ্রাম বন ও পরিবেশ আদালতে এ ব্যাপারে চারটি মামলা দায়ের করা হয়েছে।

বনবিট অফিস সূত্র জানায়, ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের পানুয়া, উদয় পাথর, হলুদিয়া, রসুলপুর, কচুয়া খোন্দা, আঁধারমানিক, নয় দোলন, চৌদ্দ দোলন, রহমতপুর আজিজের দোকান এলাকায় স্কেভেটর দিয়ে রাত দিন কাটা হয়েছে অসংখ্য পাহাড় ও টিলা। এছাড়া মাটি কেটে নিয়ে যাওয়ার পর সমতল হওয়া টিলা বা পাহাড়ি বনভূমি দখলে নিচ্ছে স্থানীয় ভূমিদস্যু সিন্ডিকেট। আবার কোথাও কোথাও টিলা বা পাহাড় কাটা এসব মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কৃষি ও ফসলি জমি।

স্থানীয় সূত্র জানায়, বাগান বাজার ইউনিয়নের বেশির ভাগ এলাকা চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংরক্ষিত বনের জায়গা। বিগত সময়ে এখানকার পুরো বনাঞ্চল কেটে উজাড় করেছে স্থানীয় ক্ষমতাসীন সিন্ডিকেট। এখন শুরু করেছে টিলা আর পাহাড় নিধন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সিন্ডিকেটটি বন বিভাগের টিলা বা পাহাড় নিধনের প্রতিযোগিতায় নেমেছে। তারা নিচ্ছে না পরিবেশ অধিদফতরের কোনো অনুমতি। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

এদিকে গত বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় ও টিলা কাটার সত্যতা পেয়েছেন বলে জানান চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক হারুন উর রশিদ। তিনি বলেন, কোনো ধরনের পুর্বানুমতি ছাড়াই একটি সিন্ডিকেট এসব পাহাড় ও টিলা কেটে সাবাড় করছে। পুরো এলাকা পরিদর্শন করে পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট ১২১৪ জনের বিরুদ্ধে গত বুধবার মোট চারটি পিওআর মামলা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই সন্তানের সামনেই ট্রাকে পিষ্ট হলেন মা
পরবর্তী নিবন্ধজাতীয় সংবিধান দিবস আজ