ফটিকছড়িতে নিখোঁজের তিনদিন পর পুকুরে ভাসমান অবস্থায় রিফাত (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নানুপুর ইউপির ২নং ওয়ার্ডস্থ ওয়াইছ কাজি বাড়ির তালপুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুটিকে দেখতে পান স্থানীয়রা।
জানা যায়- তালপুকুর পাড়ে ছোট কয়েকজন শিশু খেলা করার সময় পুকুর পাড়ের কাছাকাছি ওই শিশুটিকে ভাসতে দেখে তারা সবাইকে গিয়ে বলে। পরে সবাই এসে মৃত ভাসমান শিশুটিকে দেখতে পেলে এলাকায় খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে, এক পর্য়ায়ে নিহত ওই শিশুর পিতা খবর পেয়ে এসে নিশ্চিত হন এটা তার সন্তান।