ফটিকছড়িতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, নয় দোকানিকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৮ অক্টোবর, ২০২৪ at ১০:২৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির আজাদী বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। তিনি বলেন, দোকানে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৯টি মামলায় ৯ জন ব্যবসায়ীকে মোট ২৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসিল্যান্ড আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলার সবগুলো বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। বাজার মনিটরিং ও অভিযানে উপস্থিত ছিলেন আজাদী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় জনসাধারণ।

পূর্ববর্তী নিবন্ধবাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের পদত্যাগ
পরবর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির আর্থিক সহায়তা প্রদান