ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ২জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
৭ ফেব্রুয়ারি (বুধবার) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ছোট ছিলোনীয়া গ্রামের আব্বাস সিকদার বাড়ির মোঃ নুরুদ্দীন সিকদারের ঘরে এ ঘটনা ঘটেছে।
আটককৃত ২জন হলেন- মো: রহমত (৩০) এবং মো: ফারুক (৩৫)। তারা দু’জনেই উপজেলার পাইন্দং ইউনিয়নের বাসীন্দা।
স্থানীয় এবং থানা পুলিশ সুত্রে জানা যায়- রাতে যখন সবাই ঘুমাচ্ছিলো তখন তারা দুজনে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ডুকার চেষ্টা চালায় পরে চারিদিকে জানাজানি হলে তাদের সবাই আটক করে। পরে পুলিশকে খবর দিলে তারা তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন- এর পূর্বেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রিমান্ডও আবেদন করা হবে।