ফটিকছড়ির ভূজপুরে ‘মিথ্যা বলে ডেকে নিয়ে’ ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম খোকন উদ্দিন। তিনি ভূজপুরের নতুন আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। এ সময় খোকন উদ্দিন ট্রাইব্যুনালে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজাদীকে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক খোকন উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ট্রাইব্যুনালসূত্র জানায়, ভূজপুরে ২০২৩ সালের ৯ মে ১৬ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের বাবা ভূজপুর থানায় একটি মামলা করেন। মামলার এজহার থেকে জানা যায়, আসামি খোকন কিশোরীর প্রতিবেশী ছিলেন। ঘটনার দিন কিশোরীর বাড়িতে এসে খোকন বলেন, তাকে তার মা ডাকছে। কিন্তু খোকনের বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে আসতে চাইলে কিশোরীকে বাধা দেয় খোকন। একপর্যায়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। ট্রাইব্যুনালসূত্র আরো জানায়, মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করলে গত বছরের ৪ জানুয়ারি খোকনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।