ফটিকছড়িতে খেলার মাঠের খাস জমি দখলমুক্ত

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ভূজপুরের দাঁতমারায় খেলার মাঠের ১ একর সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার অন্তর্গত দাঁতমারা ইউনিয়নের সোনাইরখিল এলাকায় অভিযান চালিয়ে এই জমি অবৈধ দখলমুক্ত করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের অংশ হিসেবে দাঁতমারা ইউনিয়নের সোনাইরখিল মৌজার ১ একর জমি খেলার মাঠের জন্য প্রস্তাবিত আছে। মাঠ নির্মাণের লক্ষে ইতোমধ্যে জায়গাটি পরিস্কার করে খেলার উপযোগী করা হয়েছে। সরকার পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে স্থানীয় আবুল কালাম নামক ব্যক্তি খেলার মাঠের জন্য প্রস্তাবিত জমি থেকে সাইনবোর্ড ফেলে দিয়ে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ করার মাধ্যমে জমিটি অবৈধ দখলে নেয়।

এ ব্যাপারে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেনাবাহিনীর সহায়তায় সরকারি ১ একর জমি দখলমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলৌকিকের দেয়াল চিত্র অংকন কর্মসূচি
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে আহতদের পাশে ইসরাফিল খসরু