ফটিকছড়িতে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড

সনদ জালিয়াতি

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ বিভিন্ন প্রকার সনদ জালিয়াতির অভিযোগে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত যুবকের নাম মো. রাসেল (২৫)। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার দাঁতমারার হেয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। অভিযুক্ত যুবক সিকদারখিল এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, পাসপোর্টসহ বিভিন্ন প্রকার সনদ পাওয়া যায়। তার কম্পিউটারের দোকান হতে এলাকার নাগরিকদের বিভিন্ন প্রকার সনদের আবেদন করে দেওয়ার সাথে সাথে তাদের কাগজপত্র ব্যবহার করে অন্যজনের সনদও প্রদান করেন। কোনো কোনো ক্ষেত্রে রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদানের চুক্তি করেন। তার হাতে থাকা মোবাইল ফোন এবং কম্পিউটার পরীক্ষা করে জালিয়াত চক্রের বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযুক্ত রাসেল অপরাধ স্বীকার করায় এবং সরকারি বিভিন্ন আদেশ, পরিপত্র, বিজ্ঞপ্তি উপেক্ষা করে জালিয়াতি করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে কারাপরোয়ানামূলে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সাবেক মন্ত্রীর এপিএস কারাগারে
পরবর্তী নিবন্ধপ্রাক্তন ক্যাডেট পুনর্মিলনীর প্লাটিনাম স্পন্সর প্যাসিফিক নীট ডিভিশন