ফটিকছড়িতে এক রাতে দুই কৃষকের ৬টি গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার রাতের যেকোনো সময় ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ কেএম টেক এলাকার আতাউল হক চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার কৃষক মো. ইউসুফ ও বদিউল আলম পরস্পর প্রতিবেশী। প্রতিদিনের মতো তারা গরুগুলো গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। চুরি হওয়া গরুগুলোর মধ্যে বড় ষাড় রয়েছে ১ টি, গাভী ৩টি ও বাছুর ২ টি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, একই এলাকা থেকে একরাতে এতগুলো গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মাঝে আতংক বিরাজ করছে। গরুর মালিক মো. ইউসুফ বলেন, রাতে গোয়াল ঘরে গরু বেঁধে ঘুমাতে যায়। ভোরে উঠে দেখি গোয়ালঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখি ঘরে গরু নেই।
ক্ষতিগ্রস্ত অপর কৃষক বদিউল আলম বলেন, আমার শেষ সম্বল ছিল তিনটি গরু। এক রাতে তিনটি গরু চুরি হয়ে গেল। আমার সমস্ত কষ্টের পালিত গরু গুলো নিমিষেই নাই হয়ে গেল। এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, এক রাতে ৬ টি গরু চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।