চট্টগ্রামের ফটিকছড়িতে চলছে আন্তঃইউনিয়ন–২৫ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট–২৫। গত ৮ মে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে নারায়ণহাট ইউনিয়ন ও হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্যকার মধ্যে ৮ম খেলা অনুষ্ঠিত হয়। প্রাইম ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মাহমুদুল বান্নার উদ্বোধনের পর খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক নাছির উদ্দিন মুহাম্মদ রহমত উল্লাহ। বক্তব্য রাখেন সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন। মো. ইমাম হাসানের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য আজিজুল হক মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. মোবারক হোসাইন, মোহাম্মদ মহিন উদ্দিন, মিনহাজুল ইসলাম সোহেল, এইচ কে রাকিব, বেদারুল ইসলাম, আকবর, ইমতিয়াজ, মুন্না, সবুজ প্রমুখ।